প্রতি জুন মাসের তৃতীয় রবিবার, বিশ্ব বাবা দিবস। সঙ্গে আগে থেকেই চূড়ান্ত, ২১ জুন বিশ্ব সংগীত দিবস। দুটো বিশেষ দিবস এক হলো এবার। ফলে বাংলা ট্রিবিউন বিনোদন বিভাগ চেষ্টা করেছে একইরূপ। খুঁজে নিয়েছে তারকা বাবার এমন সন্তান, যিনি ক্যারিয়ার গড়ছেন সংগীতে।তেমনই একজন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
অকাল প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি তিনি। কথা বলেছেন নির্দিষ্ট ছয়টি প্রসঙ্গে।এক.অন্যদের বাবার সঙ্গে আমার বিশেষ পার্থক্য আছে। কারণ আমি বাবাকে বেশি সময়ের জন্য পাইনি। তাই তাকে ঘিরে বিশেষ কোনও স্মৃতি নেই। আব্বু সবসময় আদর করতেন। এটুকু মনে পড়ে। মনে পড়ে, আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছিলেন। বলতেন, কেউ যদি তোমাকে বকা দেয় তাহলে এখানে লিখে রেখ! বাবার কথা মনে পড়লে ছোটবেলার আরও একটি স্মৃতি মনে আসে।
একবার স্কুলে অন্য ছেলে দুষ্টুমি করাতে আমাকেও ম্যাডাম থাপ্পড় দিয়েছিলেন।বাবা স্কুলে গিয়ে সেই ম্যাডামকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি আমার ছেলেকে মেরেছেন?’ ম্যাডাম ‘হ্যাঁ’ বলেছিলেন। বাবা তাকে ‘ধন্যবাদ’ জানিয়ে সে স্কুল থেকে আমাকে নিয়ে চলে এসেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.