‘তুরস্ক আরব বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে’
আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মূসা তুরস্ককে আরব বিশ্বের প্রধান হুমকি বলে ঘোষণা করেছেন। আমর মূসার বরাত দিয়ে স্কাই নিউজ চানিয়েছে, তিনি বলেছেন, তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিবিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।
তুর্কি সরকারের এসব পদক্ষেপকে ভয়াবহ বিপজ্জনক বলে অভিহিত করেন আরব লীগের সাবেক মহাসচিব। আমর মূসা বলেন, লিবিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমর্থন ছাড়া সমন্বয় করা সম্ভব নয়। আঙ্কারা লিবিয়া থেকে এককভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের সঙ্গে বিগত মাসগুলোতে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর সংঘর্ষ চলছে। খলিফা হাফতার রাজধানীর দখল নেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.