
কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ার একদম শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কাজগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে রোগ শনাক্তকরণ পরীক্ষা। যত দ্রুত যত বেশিসংখ্যক মানুষকে পরীক্ষা করা হবে, তত তাড়াতাড়ি মহামারির প্রকৃত পরিস্থিতি, সংক্রমণের প্রবণতা ও গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে।...