You have reached your daily news limit

Please log in to continue


আদিত্য ও জাভেদ আখতার আমাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতি বিপক্ষে আরও সোচ্চার কঙ্গনা রানাউত। সুশান্তের প্রসঙ্গ টেনে 'কুইন' খ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন, তিনিও স্বজনপ্রীতির শিকার হয়েছেন বারবার। বলিউডের তারকা অভিনেতা হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে রোশান পরিবারের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা।  এ বিষয়ে তিনি সম্প্রতি জানান, বলিউডের জনপ্রিয় গীতিকার ও কবি জাভেদ আখতার একবার তার বাড়িতে ডেকে আমাকে রীতিমতো ধমক দেন। তিনি বলেছিলেন, রাকেশ রোশনরা (হৃত্বিকের বাবা) বলিউডে অনেক বড় পরিবার। ওদের কাছে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তোমাকে জেলেও যেতে হতে পারে। এমনকি, রোশন পরিবারের কাছে ক্ষমা না চাইলে, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে বলেও হুমকি দিয়েছিলেন উনি। কঙ্গনা আরও বলেছেন, জাভেদজি এও বলেছিলেন যে, রাকেশ রোশনদের কাছে ক্ষমা না চাইলে, আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না! জাভেদ আখতার এটা কেন ভাবলেন যে আমি আত্মহত্যা করে বসব? আমি একপ্রকার নিশ্চিত, যে সুশান্তকেও এ রকম কোনো কথা বলা হয়েছিল। জানতে চাই যে, এই কাজটা সুশান্তের সঙ্গে কে করলেন?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন