বছরের প্রথম সূর্যগ্রহণের কিছু চমক ও অজানা তথ্য
২১ জুন হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। ২০১৯ সালের ডিসেম্বরের শেষে একবার সূর্যগ্রহণ হয়েছিল। তাই এটাই বছরের প্রথম সূর্যগ্রহণ। এ সূর্যগ্রহণকে ‘রিং অব ফায়ার’ও বলা হচ্ছে। এ ছাড়া ২১ জুন বছরের সবচেয়ে ‘দীর্ঘতম দিন’ বলে গ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ।
তাই আসুন জেনে নেই ২১ জুনের সূর্যগ্রহণ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য- কেন সূর্যগ্রহণ হয়: সূর্যগ্রহণ তখনই হয়; যখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর মাঝখানে চাঁদ বাধা হয়ে দাঁড়ায়। এক সরলরেখায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ায় তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের মাঝে এসে পড়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। ফলে চাঁদের ছায়া পৃথিবী ঢেকে দেয়। কখন হবে: ভারতে ২১ জুন সকাল সোয়া ৯টা থেকে বিকেল ৩টা ৩ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে।
এ আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা বেজে ১৫ মিনিটে। তা শিখরে পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। সব মিলিয়ে গ্রহণ শেষ হতে হতে বিকেল ৩টা বেজে যাবে। কোথা থেকে দেখবেন: সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিনের আকাশে। বার্ষিক এ সূর্যগ্রহণ অন্তত এক মিনিটের জন্য হলেও দেখা যাবে ভারতের কয়েকটি জায়গা থেকে। এ ছাড়াও দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব, পাকিস্তান, তিব্বত, চিন, তাইওয়ান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। বাংলাদেশে কখন: আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের আকাশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
ঢাকায় কেন্দ্রীয় গ্রহণ হবে ১টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে, ময়মনসিংহে ১টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে, চট্টগ্রামে ১টা ১৭ মিনিট ৩০ সেকেন্ডে। এ ছাড়া সিলেটে ১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ডে, খুলনায় ১টা ৯ মিনিট ৪৫ সেকেন্ডে, বরিশালে ১টা ১২ মিনিটি ৩২ সেকেন্ডে, রাজশাহীতে ১টা ৬ মিনিটি ২৬ সেকেন্ডে এবং রংপুরে ১টা ৭ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় সূর্যগ্রহণ হবে। এবার না দেখলে: ২১ জুন সূর্যগ্রহণ দেখতে মিস করলে বা কোনো কারণে দেখার সুযোগ না পেলে অপেক্ষা করতে হবে এ বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। কারণ ১৪ ও ১৫ ডিসেম্বর আবার একবার সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনেক গ্রহণ: এ বছরে পরপর অনেকগুলো সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা আছে। এ বছরে প্রায় ৫ বার সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশিক্ষণ সূর্যগ্রহণের সময় হতে পারে ৭ মিনিট ৫০ সেকেন্ড। যদিও এবার এত সময় ধরে গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখনো একইসঙ্গে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে দেখা সম্ভব নয়। মানুষ যা বিশ্বাস করে: বিশেষজ্ঞরা মনে করেন, সূর্যগ্রহণের সময় কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত। যারা জ্যোতিষ চর্চা করেন, তারা এ ধরনের বিভিন্ন নিয়মের কথা বলেন।