মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে গেল ৫ বাড়ি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ জুন ২০২০, ১২:২৬
রাতের খাবার খেয়ে ঘুমে গিয়েছিলেন শাহনাজ বিবি নামের এক নারী। তার সেই ঘুম আর ভাঙেনি। মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে যাওয়ার পাঁচ বাড়ির একটিতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় এলাকায় হইচই শুরু হয়েছিল।
ঘটনাটি ভারতের দুর্গাপুরের অণ্ডালের জামবাদ বেনিয়াডি এলাকায় ঘটেছিল। একের পর এক পাঁচটি বাড়ি মাটির তলায় ঢুকে যাওয়ায় হতবাক হয়েছিলেন সবাই। ভয়ংকর এ ঘটনার সাক্ষী হয়েছেন অনেকে। তলিয়ে যাওয়া বাড়ির বাসিন্দাদের এখনো পুর্নবাসন দেয়া হয়নি।
জানা গেছে, পাঁচ বাড়িতে থাকতেন ২০ টি পরিবার। পরিত্যক্ত আবাসনে এখনো ১৬ পরিবার বাস করছে। তাদের কপালে যেকোনো সময় মৃত্যু আসতে পারে। কয়েক বছর ধরে ওই পরিবারগুলো পুর্নবাসনের জন্য দাবি করে আসছিল। তবে এখনো তাদের পুনর্বাসন হয়নি। ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় নাকি চরম ক্ষতির সম্মুখীন প্রায় ২০টি পরিবার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঘর-বাড়ি
- ভূমি ধস
- ভারত