গালওয়ান নদীর গতিপথ বদলের চেষ্টা করছে চীন: এনডিটিভি
লাদাখের সংঘর্ষের পর ভারত-চীন সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিটি বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবারের সংঘর্ষস্থল থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে লাদাখে উত্তর-পূর্বে গালওয়ান নদীতে বুলডোজার মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে চীন গালওয়ান নদীর গতিপথ বাধাগ্রস্ত বা বদলানোর চেষ্টা করছে।
চীন থেকে আসা গালওয়ান নদীটি লাদাখের উপর দিয়ে বয়ে গিয়েছে। এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ভারত-চীন সীমান্তের খুব কাছাকাছি গালওয়ান নদীর কাছে বুলডোজার জড়ো করেছে চীন। যেখানে বুলডোজারগুলো দাঁড় করিয়ে রাখা আছে, সেখান থেকে ক্ষীণ ধারায় নদীটি প্রবাহিত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে বুলডোজার দাঁড় করিয়ে কাদামাটি ফেলে নদীর গতিপথ রুদ্ধ করা হতে পারে।
আরেকটি ছবির কথা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে, দুই কিলোমিটার দূরে এই নদীর ধারেই ভারতীয় সেনাবাহিনীর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেখানেই ভারতীয় সেনারা প্রহরায় থাকে। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমটি ওই ছবি প্রকাশ করেনি।
এই বিষয়ে ভারতে চীনা দূতাবাসে এনডিটিভি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা জানিয়েছে, এখন পর্যন্ত গালওয়ান উপত্যকা দিয়ে নদীর প্রবাহ বিদ্যমান রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.