![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/05/7e77f9db34e9560d78547b7691695f37-5cce9b3518977.jpg?jadewits_media_id=1436970)
করমুক্ত আয়সীমা বাড়লেও চাপেই থাকবে মধ্যবিত্ত
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুন ২০২০, ১০:৩৬
বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করে নিচের দিকের, অর্থাৎ প্রান্তিক করদাতাদের কিছুটা স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী। এত দিন যাঁরা একদম তলানিতে ছিলেন, এমন করদাতাদের কর দিতে হবে না। আর তলানির কিছুটা ওপরে থাকা করদাতাদের কর কম দিতে হবে। তাই বলা চলে, বছর শেষে তাঁদের খরচ কমবে। কিন্তু ওই সব করদাতার খরচ বেড়ে যাবে। কারণ, ভ্যাট ও সম্পূরক শুল্কের মতো পরোক্ষ কর বাড়ানোয় অনেক নিত্যপণ্য ও