স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনাভাইরাস আক্রান্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২০, ০০:১৯

তার ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পরীক্ষায় ইকবাল কবীরের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

“ভাবী ফোন করে জানিয়েছেন, ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। উনার জ্বর ও কাশি আছে। এছাড়া আর কোনো গুরুতর সমস্যা নেই।”এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর হিসাবে দেশে এখন পর্যন্ত তিন হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।

এরইমধ্যে ৩৬ জন চিকিৎসক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন চিকিৎসক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও