তার ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পরীক্ষায় ইকবাল কবীরের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
“ভাবী ফোন করে জানিয়েছেন, ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। উনার জ্বর ও কাশি আছে। এছাড়া আর কোনো গুরুতর সমস্যা নেই।”এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর হিসাবে দেশে এখন পর্যন্ত তিন হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।
এরইমধ্যে ৩৬ জন চিকিৎসক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন চিকিৎসক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.