গরুর রক্তে তৈরি করোনার ওষুধের পরীক্ষা শিগগিরই
করোনা প্রতিরোধে সক্ষম অ্যান্টিবডি পাওয়া যাবে গরুর শরীর থেকে। আর তা দিয়েই কোভিড-১৯ রোগীদের চিকিৎসা হবে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বায়োটেক কোম্পানির গবেষকরা এমনই এক ধরনের গরুর জেনেটিক নকশা করছেন। আগামী গ্রীষ্মেই এর পরীক্ষা (ট্রায়াল) শুরু করবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞানবিষয়ক জার্নাল ‘সায়েন্স’ ম্যাগাজিনের এক প্রবন্ধে এমন তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আমেশ আদালজা বলেন, ‘এটা অত্যন্ত আশাব্যঞ্জক ফল। কোভিড-১৯ প্রতিরোধে যত বেশি ব্যবস্থা উদ্ভাবন হয় ততো ভালো।’ করোনার রোগের চিকিৎসায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকর ওষুধ হলো রেমেডেসিভির ও ডেক্সামেথেসোন।
এই ওষু দুটি করোনায় আক্রান্ত সংকটজনক রোগীর ক্ষেত্রে বেশ কাজে দিচ্ছে বলে গবেষণালব্ধ ফলাফলে জানা গেচে। এছাড়া ভাইরাসটি প্রতিরোধে সক্ষম ও সুস্থ ব্যক্তির প্লাজমা ব্যবহার করে থেরাপি ও চলছে। বিভিন্ন রোগের অ্যান্টিবডি পেতে এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা জিনগতভাবে নকশা করা কোষ বা তামাক পাতা ব্যবহার করেছেন।
কিন্তু ২০ বছর আগেই দুধ উৎপন্নকারী প্রাণীর শরীর থেকে অ্যান্টিবডি তৈরির পরীক্ষা শুরু করে সাউথ ডাকোটার এসএবি বায়োথেরাপিউটিকস।