কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে মোবাইল গ্রাহক ১৬ কোটি ২৯ লাখ : বিটিআরসি

এনটিভি প্রকাশিত: ১৯ জুন ২০২০, ২২:০৫

বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষ নাগাদ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজারে পৌঁছেছে।

মোট গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছে সাত কোটি ৪৩ লাখ ৬১ হাজার, রবির গ্রাহক সংখ্যা চার কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, বাংলালিংকের তিন কোটি ৪৮ লাখ ৭৬ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা রয়েছে ৪৮ লাখ ৪০ হাজার।

আজ শুক্রবার বিটিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলে ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গ্রাহকরা বলতে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাইকৃত সাবস্ক্রিপশন বুঝায় যে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে কমপক্ষে একবার হলেও সক্রিয় ছিল।

এদিকে এপ্রিলের শেষ নাগাদ মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা পৌঁছেছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিক্সড ইন্টারনেট সাবস্ক্রিপশন নম্বর (আইএসপি এবং পিএসটিএন) ২০২০ সালের মার্চ পর্যন্ত আপডেট করা হয়েছে। আইএসপি অপারেটরগুলোর সংখ্যা বেশি এবং ফিক্সড ইন্টারনেট সাবস্ক্রিপশনের সংখ্যা খুব কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও