কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ জুন ২০২০, ২১:৫৯

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তার ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।শুক্রবার (১৯ জুন) নজরুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৮৮ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও