বিমান বাহিনীর প্লেনে দক্ষিণ কোরিয়া থেকে আসল কিট-মাস্ক-পিপিই
দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনীর একটি পরিবহন প্লেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে এসব সামগ্রী আনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে কার্গো বিমানে করে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে আসা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী দেশে আনা হয়। করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বন্ধুত্বের অপূর্ব নিদর্শন স্থাপন করেছে। প্রসঙ্গত, এবারই প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে কার্গো বিমানের মাধ্যমে করোনার চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হলো। জেপি/এফআর/পিআর