কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বল্টনের অভিযোগ: ট্রাম্প নিজের লাভের জন্য বিশ্বের নেতাদের সম্পৃক্ত করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের মতে ট্রাম্প তাঁর নিজের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য জাতীয় স্বার্থকে খর্ব করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে কথাবার্তা বলেছেন। গতকালের ওয়াল স্ট্রিট জার্নালের উপ-সম্পাদকীয়তে লেখা হয় যে ২০১৮ সালে বুয়েনের আয়ার্সে জি-টুয়েন্টি সম্মেলনের সময়ে ট্রাম্প শিকে বলেন যে চীন যেন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনে যাতে করে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্প খামার প্রধান রাজ্যগুলো থেকে ভোট পেতে পারেন। তিনি এর বিনিময়ে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের সুবিধা দেয়ার কথা বলেন। বল্টন লিখেছেন ২৯শে জুন ২০১৯ সালে জাপানের ওসাকায় জি-টুয়েন্টি সম্মেলনের সময়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক হচ্ছে বিশ্বের সব চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। বল্টন বিস্ময়কর ভাবে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি উল্লেখ করে শি কে এটা নিশ্চিত করতে বলেন যে তিনি যেন ঐ নির্বাচনে জয়লাভ করেন। ট্রাম্প-শি কথাবার্তার এই বিবরণটি বল্টনের প্রকাশিতব্য ৫৯২ পাতার বই The Room Where it Happened : A White House Memoir ‘এ রয়েছে এবং ঐ বইয়ের কপি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট সংগ্রহ করেছে। বইটি আগামি সপ্তায় প্রকাশ হবার কথা তবে এ নিয়ে ক্রমশই আইনী লড়াই বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বল্টনের বই প্রকাশ বন্ধ করার জন্য গতরাতে এক জরুরি আদেশ জারি করে । এর আগের দিন বইয়ের প্রকাশনা বন্ধ করার জন্য তারা একটি মামলাও করে। প্রশাসনের যুক্তি হচ্ছে বল্টন সব কিছু প্রকাশ না করার ব্যাপারে তাঁর চুক্তি লংঘন করেছেন এবং এতে জাতীয় নিরাপ্ত্তার প্রতি ঝুঁকি রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন