আকাশে রহস্যময় ‘অপবিত্র’ সবুজ আলো, বিজ্ঞানীদের কাছে নেই ব্যাখ্যা!
বিশ্বে অশুভ করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্ববাসী। ক্ষুদ্র ভাইরাসটির কাছে তুচ্ছ বিজ্ঞানও। এসব বিরল ঘটনা আমাদের অবাক করে দেয়। যা সহজে কূল কিনারা পাচ্ছে না বিজ্ঞানীরা। এবার করোনার মধ্যেই আকাশে রহস্যময় সবুজ আলোর দেখা মিলেছে। যাকে স্থানীয়রা অপবিত্র বলে ধারণা করছেন। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার আকাশে রহস্যময় সবুজ আলো দেখা গেছে বলে জানা গেছে। এ আলো দেখে বিজ্ঞানীরাও রীতিমতো অবাক। এখনো বিজ্ঞানীরা এই আলোকে ঘিরে কোনো নির্দিষ্ট তথ্য বা ব্যাখ্যা জানাতে পারেননি। বিজ্ঞীনরা জানাচ্ছেন, সবুজ আলোটি কোনো মহাজাগতিক বর্জ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, স্যাটেলাইটের ভগ্নাবশেষও হতে পারে।কোনো রকেটের ভগ্নাংশও উড়িয়ে দেয়া যায় না।
তবে নিশ্চিত করে কোনো কিছু বলার নেই। ক্যানবেরায় উপস্থিত নাসার প্রতিনিধি জানান, সম্ভবত লোহার তৈরি কোনো দ্রব্য দ্রুত গতিতে যাচ্ছে। ফলে সবুজ আলো তৈরি হয়েছে। এটির ওজন হতে পারে আনুমানিক ১০০ টন। এটি পুড়ে যাচ্ছে বলে সবুজ রং তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনা কখনো দেখেননি তারা। হঠাৎ করে সবুজ আলোর এ দৃশ্য তাদের মনে ‘অপবিত্র’ কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। >>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<< সূত্র- নিউজ এইটেইন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.