এমন পুলিশি হানার পরও ফুরফুরে মন
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৯:০৮
নিউইয়র্ক অঙ্গরাজ্যে অ্যালকোহল বা মাদক-নিয়ে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ। প্রমাণ হলে গ্রেপ্তার ও জরিমানা অবধারিত। লাইসেন্সও বাতিল হওয়ার জোর আশঙ্কা থাকে। আমেরিকার একেক রাজ্যে একেক নিয়ম। পাশের রাজ্য নিউজার্সিতে যদি কেউ মাতাল হয়ে গাড়ি চালায়, গ্রেপ্তার হতে পারে। প্রথম অপরাধ হলে তখন দণ্ড হিসেবে ৩ থেকে ১২ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যেতে পারে। জরিমানা ফি গুনতে হয় প্রায় ৭৫০ ডলার থেকে ১০০০ ডলার...