![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/89a40654-a91a-428c-a0e3-55cc6779c3ce_w1200_r1.jpg)
বল্টনের অভিযোগ : ট্রাম্প নিজের লাভের জন্য বিশ্বের নেতাদের সম্পৃক্ত করেছেন।
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:৫০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের মতে ট্রাম্প তাঁর নিজের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য জাতীয় স্বার্থকে খর্ব করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে কথাবার্তা বলেছেন।