কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বার্সার সাবেক কোচ দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত

বার্সেলোনার সাবেক সহকারি কোচ হুয়ান কার্লোস উনজুয়ে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। উনজুয়ে দুরারোগ্য মোটর নিউরন রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এই রোগের সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ চালিয়ে যাবেন তিনি, ‘আমি বেশ ভালোভাবেই লড়াই করছি। আমি যেমন জীবন কাটিয়েছি, তা নিয়ে আমি গর্বিত। এখন এই রোগের জন্য মানুষের মনে যে সচেতনতার সৃষ্টি করব, গর্বিত তা নিয়েও। এটা এমন এক রোগ, যা যে কারও হতে পারে’। ক্যাম্প ন্যু তে সংবাদ সম্মেলনে উনজুয়ে আরো বলেন, ‘আমি মানুষের জীবনের মান উন্নয়ন করার জন্য লুজন ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে যাব। রোগ নিরাময়ের গবেষণার জন্য যাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগ্রহ করা যায়, সে লক্ষ্যে কাজ করে যাব। আশা করি, এ রোগের সমাধান অর্জন করতে আমাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না’। সংবাদ সম্মেলনে বার্সার সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউসহ উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজার লুইস এনরিকে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই উনজুয়ের প্রতি সহমর্মিতা জানিয়েছে টুইটারে। বার্সা লিখেছেন, ‘হুয়ান কার্লোস, আমাদের সমস্ত সমর্থন ও সংহতি তোমার প্রতি। ভালো থাকুন, কোচ!’ ওদিকে রিয়াল লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ পরিবারের সবাই হুয়ান কার্লোস উনজুয়ের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানাচ্ছে। এই সংকটময় মুহূর্তে আমরা তিনি ও তার পরিবারের পাশেই আছি’। লুইস এনরিকে যখন বার্সেলোনার কোচ ছিলেন, তখন তাঁর সহকারির ভূমিকা পালন করতেন দলটার সাবেক গোলরক্ষক হুয়ান কার্লোস উনজুয়ে। বার্সেলোনার কোচিং দলের সদস্য হয়ে তিন বছর ধরে মেসি-সুয়ারেজদের দীক্ষা দিয়ে গেছেন। দলটাকে একটি চ্যাম্পিয়নস লিগ সহ দুটি লিগ ও তিনবার কোপা দেল রে জেতাতে সাহায্য করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন