‘মেসির বিদায়ে ক্ষতিগ্রস্ত হবে লা লিগা’
বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাই তার প্রতি সবার একটা আকর্ষণ থাকে। আরেক সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। তবে লিওনেল মেসি লা লিগা থেকে চলে যায় তার প্রভাব ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বহুগুণ বেশি হবে বলে মন্তব্য করেছেন লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।
রোনালদো চলে যাওয়ায় লা লিগার জনপ্রিয়তা কমলেও তেবাস ইঙ্গিত করেছেন অর্থনৈতিকভাবে তেমন কোনো ক্ষতি হয়নি তাদের। তার মতে মেসি একই কাজ করলে তার প্রভাব আরো বেশি হবে।
‘রোনালদোর চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদকে বিরক্ত করলেও লা লিগায় আসলে বলার মতো কোন প্রভাব পড়েনি। কারণ লা লিগার ব্রান্ডিং এমনভাবে কার্যকর করা হয়েছে যাতে কোনো খেলোয়াড়ের চলে যাওয়া এর ওপর প্রভাব ফেলতে না পারে’।
‘মেসির ব্যাপারটা অবশ্য আলাদা। মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি অত্যন্ত ভাগ্যবান যে সে তার পুরো ক্যারিয়ার এখানেই খেলেছে। তবে মেসি যদি ক্লাব ছাড়ে বা লা লিগা ছেড়ে অন্য কোথাও যায় আমার ধারণা সেক্ষেত্রে আপনারা এর প্রভাব টের পাবেন ভালোভাবেই’। ‘এটি হয়ত দুর্যোগ হবে না। কারণ সম্প্রচার চুক্তি আমাদের করাই আছে। সেটা মেসি থাকলেও যা, না থাকলেও তা’।