কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৬:৪১
বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরইমধ্যে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২২০ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩০০ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ৪৯৬ জন।
বিশ্বব্যাপী আক্রান্তের তালিকায় কানাডার অবস্থান ১৮ নাম্বারে। তবে দেশটিতে সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানা গেছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ কমতে থাকলেও এখনও তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, কানাডার ১০টি প্রদেশে অর্থনৈতিক কার্যক্রম চালু হলেও দেশটির বড় দুই শহর মন্ট্রিল ও টরোন্টোতে কড়াকড়ি অব্যাহত রয়েছে।