You have reached your daily news limit

Please log in to continue


অনন্ত জলিল প্রযোজিত নতুন ছবিতে ইমন

সফল ব্যবসায়ী, অভিনেতা পরিচয়ের বাইরে অনন্ত জলিল একজন প্রযোজক। এতদিন তার প্রযোজিত ছবিতে তিনিই ছিলেন নায়ক। এবার অনন্ত জলিল প্রযোজিত নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। তার সঙ্গে থাকবেন হিরো আলমও। শুক্রবার দুপুর চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে খবরটি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, বৃহস্পতিবার ইমন এবং হিরো আলম দুজনেই চুক্তিবদ্ধ করিয়েছি, সাইনিং মানিও দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শুটিং শুরু হবে। ইমনকে নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে অনন্ত জলিল অভিনয় করবেন কিনা সেটিও চূড়ান্ত হয়নি। অনন্ত জলিল বলেন, তারা আমাকে ছবিতে অভিনয়ের কথা বলেছেন। আমি হ্যাঁ/না কোনো সিদ্ধান্ত নেইনি। যদিও থাকি তবে অতিথি চরিত্র হতে পারে। আমি থাকলে বর্ষাও থাকবে। ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি অনুষ্ঠানের প্রথম পর্বে ইমন ও হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ছবির নায়িকা এবং পরিচালক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অনন্ত জলিল বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিচালক, নায়িকা ও ছবির নাম ঘোষণা করবো। এ প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, অনন্ত জলিল ভাই আমার ভীষণ পছন্দের একজন মানুষ। তার মহানুভাবতা অনেকবার দেখেছি। তিন দিন আগে উনি আমাকে ফোন করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন