ছেলে খুন, বাবা গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে মোবারক হোসেন ওরফে মাফিলকে (২৮) পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী ও ছেলের নামে বৃহস্পতিবার (১৮ জুন) থানায় মামলা করেছেন নিহতের মা। এরপর পুলিশ নিহতের বাবা সফিউল্লাহকে গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছু দিন ধরে মোবারক হোসেনের সঙ্গে তার বাবা সফিউল্লাহ (৫৫) ও বড় ভাই ফারুকের (৩৫) বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার মধ্যরাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোবারককে তার বাবা ও বড় ভাই লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোবারক। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারধরের এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছেলে হত্যা
- বাবা আটক
- গাজীপুর