ভারতীয় বিমান বাহিনীর জন্য আসছে নতুন ৩৩টি জঙ্গী বিমান!
চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার ছয় হাজার কোটি রুপি বাজেটে ৩৩টি নতুন যুদ্ধবিমান কেনার জোর চেষ্টা শুরু করছে ভারতীয় বিমান বাহিনী। খবর এবিপি আনন্দ’র।
ভারতীয় বিমান বাহিনীর প্রস্তাবকৃত ৩৩টি নতুন জঙ্গী বিমানের মধ্যে রাশিয়া থেকে ২১টি মিগ-২৯ ও ১২টি সু-৩০এমকেআই কেনার দাবি রয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ভারতীয় বিমান বাহিনী বেশ কিছুদিন ধরেই নতুন বিমান কেনার কথা বলছে। আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে।
ভারতীয় সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ জানায়, বিভিন্ন সময়ে দুর্ঘটনায় বিমান বাহিনীর যেসব বিমান ধ্বংস হয়েছে তার বদলি হিসেবে এসব বিমান সংযুক্ত করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.