![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/06/19/093850_bangladesh_pratidin_c1_1936520.jpg)
জাপানের আকাশে রহস্যজনক সাদা বস্তু
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ০৯:৩৮
জাপানের আকাশে রহস্যময় একটি বস্তু ঘিরে চলছে আলোচনা। উত্তর জাপানের কিছু অংশে বুধবার সকালের দিকে ওই বস্তুটি উড়তে দেখা যায়। সেন্দাই শহরের লোকজন ওই বস্তুটির ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও দেন। কিন্তু বস্তুটি কী, তা কেউ নিশ্চিত করতে পারেননি বলে একে ‘আনআইডেন্টিফায়েড ফ্লাই অবজেক্ট’ বা ইউএফও বলা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মহাকাশ
- বেলুন আকৃতি
- জাপান