মৌলভীবাজারে করোনাকালে কিস্তি আদায় স্থগিত রেখেছে ব্র্যাক
করোনাকালে মৌলভীবাজারে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। করোনা পরিস্থিতির কারণে কর্মহীন মানুষকে সহায়তা ও করোনা নিয়ে মানুষজনকে সচেতন করতে আরও নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ, চা-শ্রমিকদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান, গ্রাহকদের মধ্যে সাবান বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা।
ব্র্যাকের কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ব্র্যাক মৌলভীবাজার জনসাধারণকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন বেসরকারি এই সংস্থার উত্তর-পূর্ব অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (দাবি) গোলাম রাব্বানী ও মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শংকর কুমার কুন্ডু। কার্যক্রমের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং গ্রাহকদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে প্রচারপত্র বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্থানে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা। ব্র্যাকের ৯৩৬ জন গ্রাহকের মধ্যে দুটি করে সাবান এবং দুটি করে হারপিক পাউডার দেওয়া হয়েছে।