দীর্ঘদিন ধরে সড়ক পাকা না করায় প্রতিবাদ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৮ জুন ২০২০, ২২:০৯

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের উত্তর পাড়ার বিলপাড়ার সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুদ্ধ হয়ে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোটের আগে সব মেম্বার-চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেন। অথচ ভোটের পর আর কাউকে তারা চিনতে চাযন না।

দীর্ঘদিন এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছে। লাভ না হওয়ায় অনেক কষ্ট নিয়ে রাস্তার মধ্যে আউশ ধান রোপন করে প্রতিবাদ জানানো হয়েছে। সম্পর্কিত খবর মণিরামপুরে চেতনানাশক স্প্রে করে তিন বাড়িতে লুটএসিল্যান্ড অফিসের নাজির করোনা আক্রান্ত৩ কেজি গাঁজাসহ আটক পুলিশ কর্মকর্তা রিমান্ডে এ বিষয়ে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, বিলপাড়া সড়কটি মাপ সম্পন্ন হয়ে গেছে। বরাদ্দ এলে দ্রুতই রাস্তার কাজ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও