কাজ হারানোর ঝুঁকিতে ১ কোটি ৩০ লাখ নাগরিক
করোনা মহামারীর প্রভাবে সৃষ্ট সংকটের মধ্যে দেশের ১ কোটি ৩০ লাখ নাগরিক কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে আছেন, যারা অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন।
বৃহস্পতিবার ‘এসডিজি'র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে।
এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রতিবেদন উপস্থান করেন। ২০১৬-১৭ শ্রমশক্তি জরিপের উপাত্ত পর্যালোচনা এবং বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে কাজ হারানোর ঝুঁকিতে থাকা নাগরিকের এ প্রাক্কলন করা হয়েছে।
একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মাধ্যমে চলমান সংকট থেকে পুনরুদ্ধারের কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়ে বক্তারা বলেন, ‘মহামারীর কারণে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি কাঠামোকে বিশেষভাবে সন্নিবদ্ধ করা প্রয়োজন। এক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতার আওতায় আনার ক্ষেত্রেও বিশেষ নজর দিতে হবে।’
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) বলেন, ‘চলমান সংকট থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকার একটি স্বল্পমেয়াদী কার্যক্রম হাতে নেবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ সব উন্নয়ন কার্যক্রমেই দেশের ঝুঁকিতে থাকা নাগরিকদের সহযোগিতা প্রদানের ব্যাপারটি বিবেচনায় থাকবে।’