বিনা ভাড়ায় নিজ বাড়িতে পুলিশ সদস্যদের আইসোলেশনে থাকতে দিলেন যুবক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৭:৪৪

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে করোনায় আক্রান্ত সাত পুলিশ সদস্যের সহযোগিতায় এগিয়ে এসেছেন মার্জান ইসলাম নামে এক যুবক। ওই পুলিশ সদস্যদের থাকার জন্য নিজের বাসার আটটি কক্ষ বিনা ভাড়ায় দিয়ে দিলেন তিনি।

মার্জান ইসলাম উপজেলার সদর ইউপির গাংকুল পাড়ার নজরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করোনার কারণে বর্তমানে তিনি এলাকায় অবস্থান করছেন।

উপজেলার অন্য কেউ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের থাকার জন্য বাসা না দিতে চাইলেও দেশের দুর্যোগের কথা ভেবে সহায়তায় এগিয়ে আসেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে করোনার পরীক্ষার জন্য নাসিরনগর থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নমুনা দেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ২ জুন চার পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। ৩ জুন আরো দুই সদস্য ও ১২ জুন এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও