সার্কিট ব্রেকার তোলার দ্বিতীয় ধাপেও অভিবাসীদের থাকতে হবে ডরমেটরিত
সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার তুলে নেয়ার দ্বিতীয় ধাপে অভিবাসীদের ডরমেটরিতেই থাকতে হবে। ফলে সংক্রমণের নতুন ঝুঁকি হ্রাস হবে৷ কর্মক্ষেত্রের বাইরে শ্রমিকদের চলাচল সাধারণ মানুষের সাথে ক্রস-ইনফেকশনের অতিরিক্ত ঝুঁকি তৈরি করে।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) থেকে এ তথ্য জানা গেছে। কমিউনিটি এবং ডরমেটরি উভয় ক্ষেত্রে সংক্রমণ দীর্ঘ সময়ের জন্য নিম্ন স্তরে রয়েছে। করোনাভাইরাসমুক্ত এমন স্থানে থাকা শ্রমিকরা অনুমোদিত জায়গাগুলোতে ব্যক্তিগত কাজ চালানোর জন্য ডরমেটরি ছেড়ে যেতে সক্ষম হবেন, যেমন বিনোদন কেন্দ্র।
ইতোমধ্যে, শ্রমিকরা ডরমেটরিতে সাম্প্রদায়িক সুযোগগুলো গ্রহণ করতে পারছে। নিয়োগকর্তাদের অবশ্যই তাদের কর্মীদের ডরমেটরিতে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা অব্যাহত রাখতে হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছিল, সিঙ্গাপুর সার্কিট ব্রেকার তুলে নেওয়ার দ্বিতীয় ধাপে প্রবেশ করায় বেশিরভাগ ব্যবসায়িক এবং সামাজিক কার্যক্রম শুক্রবার থেকে আবার শুরু করার অনুমতি দেওয়া হবে। বাইরে খাওয়ার জন্য পাঁচজনের ছোট গ্রুপ অনুমোদিত। সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের ৯৪ শতাংশই ডরমেটরিতে বসবাসরত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.