মার্কিন গোয়েন্দা সংস্থায় চলে যাচ্ছে ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য!
বর্তমান সময়ে নেটিজেনরা মেতেছেন ‘ফটোল্যাব’ নামক স্মার্টফোন ভিত্তিক একটি অ্যাপে। এখানে ছবি দিলেই সেটিকে চকচকে-ঝকঝকে করে দিচ্ছে অ্যাপটি। কিন্ত ব্যবহারকারীরা যে বিপদ ডেকে আনছেন, সেটা কি লক্ষ্য করেছেন কখনও?।
এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ছবি পাওয়ার বিনিময়ে যে তথ্য অ্যাপটির সঙ্গে গ্রাহকরা শেয়ার করছেন, আশঙ্কা রয়েছে সেগুলো চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। সম্পর্কিত খবর পূর্ব রাজাবাজার ছাড়া কোথাও লকডাউন ঘোষণা হয়নি: তথ্যমন্ত্রী৫৭ কোটি টাকা ঘুষের তথ্য দিলেন এমপি পাপুলসুশান্তর মৃত্যুর ২৪ ঘণ্টা পরই বের হলো চাঞ্চল্যকর তথ্য, উত্তপ্ত বলিউড! বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন ফটোল্যাবের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক রয়েছে। আর এটির কারণ হচ্ছে টেক জায়ান্ট আইবিএম এর সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার চুক্তি বাতিল হওয়া। এ কারণে তৈরি করা হয় ফটোল্যাব।
প্রযুক্তিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং তাদের মালিকানায় ১৪টি অ্যাপ আছে বর্তমানে। এগুলোর বেশির ভাগই ছবি সংক্রান্ত এবং ফটোল্যাব অ্যাপটিও ২০১০ সালেই তৈরি হয়। এত বছর অ্যাপটি আলোচনায় না এলেও আইবিএম ফেস রিকগনিশন বন্ধ করার কিছুদিনের মধ্যেই দুনিয়ায় ভাইরাল হয়ে যায় অ্যাপটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইমেজ এডিটর
- সকল তথ্য
- ফেস অ্যাপ