চিকিৎসককে পিটিয়ে হত্যা: চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৫:২৪

খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক নিহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে টেলিমেডিসিন সেবা বন্ধের এ ঘোষণা দেয় বিএমএ। সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

প্রসঙ্গত, গত ১৫ জুন রাতে খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকীব খানের (৫৯) ওপর এক রোগীর স্বজনরা হামলা চালায়। পরদিন সন্ধ্যায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে চট্টগ্রামে চিকিৎসকরা তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। এর মধ্যে টেলিমেডিসিন সেবা বন্ধ থাকায় চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির আশঙ্কা করছে সচেতন মহল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও