![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/ashraful-20200618115655.jpg)
আইসিএল কাণ্ডে আমি নাটের গুরু নই : আশরাফুল
তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানরা কৃতিত্ব, অর্জন আর প্রাপ্তিতে সবাইকে ছাড়িয়ে। এ তিনজনই এখন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক মঞ্চে তাদের তুলনায় হয়তো সাফল্য ও ব্যক্তিগত অর্জন তুলনামূলক কম, তারপরও ন্যাচারাল ট্যালেন্ট হিসেবে মোহাম্মদ আশরাফুলকে পিছিয়ে রাখার উপায় নেই।
অনেকের চোখে ব্যাটিং প্রতিভা হিসেবে বাংলাদেশে আশরাফুলই সবার ওপরে, সবসময়ের সেরা। কিন্তু ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে অমন আলোকিত ক্যারিয়ারে কালো দাগ এঁটেছেন আশরাফুল নিজেই। তার ফিক্সিয়ে জড়িত থাকা এবং কঠিন শাস্তি ভোগ করার ঘটনা ওপেন সিক্রেট।
তবে তার বিপক্ষে আরও একটি বড় অভিযোগ রয়েছে। কেউ কেউ তাকে ভারতের আইসিএলে বাংলাদেশের যে বিদ্রোহী দল অংশ নিয়েছিল, সেই দল গড়ার মূল নায়ক বলেও মনে করেন। এমনও শোনা যায়, আইসিএলে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, মোহাম্মদ আশরাফুলই ছিলেন সেই দলের নাটের গুরু।