‌‘ওয়েব সিরিজ নিয়ে ভালো-মন্দ বলার সময় এখনও আসেনি’

সমকাল প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১০:৩১

অনলাইনের ভুবনে বিনোদনের এক নতুন সংযোজন ওয়েব সিরিজ। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে যার নির্মাণ, প্রচার ও দর্শক প্রতিক্রিয়া আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে এদেশে নির্মিত হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। কিন্তু কোনো সেন্সরশিপ না থাকায় ওয়েব সিরিজের নামে যা নির্মিত হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ করছে দর্শক, শিল্পী, নির্মাতা ও প্রকাশকদের। ওয়েব সিরিজের সঠিক সংজ্ঞা নিয়েও উঠছে নানা প্রশ্ন। দেশ ও সংস্কৃতি ভেদে কেমন হওয়া উচিত ওয়েব সিরিজ, তা নিয়েও আছে মতভেদ। যেজন্য দেশীয় ওয়েব সিরিজ নিয়ে চলছে নানা বিতর্ক।


চলমান সে বিতর্কের মধ্যেই নির্মাতা অমিতাভ রেজা জানালেন, ওয়েব সিরিজ নিয়ে ভালো-মন্দ বলার সময় এখনও আসেনি।আয়নাবাজি ছবির এ নির্মাতা ওয়েব সিরিজ নিয়ে আরও বলেন,‌ওয়েব সিরিজের কল্যাণে বিনোদন এখন হাতের মুঠোয় চলে এসেছে। এখন একটি গল্প দেখার জন্য সিনেমা হল বা টিভি পর্যন্ত দর্শককে অপেক্ষা করতে হয় না। স্মার্টফোন বা স্মার্ট টিভির মাধ্যমে সহজেই বিশ্বের যে কোনো প্রান্তের কাজ উপভোগ করা যায়। তাই তো প্রচলিত বিভিন্ন বিনোদন মাধ্যমের পাশাপাশি বিশ্বে বইছে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের জোয়ার। এই সিরিজগুলো শুধু অনলাইন প্ল্যাটফর্মেই দেখা যায়। ফলে দর্শক তার সুবিধামতো সময়ে সুবিধামতো পরিবেশে তা দেখতে পারেন। বেশি মানুষের কাছে একসঙ্গে পৌঁছানো যাচ্ছে। আর দর্শকরাও নতুন নতুন গল্প দেখার সুযোগ পাচ্ছেন। উন্নত বিশ্ব থেকে এখন আমাদের দেশেও ওয়েব সিরিজের হাওয়া লেগেছে। নির্মাণ হচ্ছে চমকপ্রদ কিছু ওয়েব সিরিজ। আর তাতে অভিনয় করছেন দেশের শীর্ষস্থানীয় তারকারা। আমাদের প্রত্যেকেরই উচিত ওয়েব সিনেজে নিজেদের গল্প বলা, যা হবে মৌলিক।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও