আমরা আরও সংঘর্ষ দেখতে চাই না: নীরবতা ভেঙ্গে বেইজিং
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় মারাত্মক সীমান্ত সংঘর্ষে পিপল'স লিবারেশন আর্মির কত জন সেনা নিহত হয়েছেন, তা নিয়ে নীরবতা বজায় রাখল চীন।
দুই দেশের মধ্যেকার চরম উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকরের ফোনে কথা হয়। সেসময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানও সেখানে ছিলেন। কিন্তু, সংঘর্ষে তাদের কত সেনা নিহত হয়েছে, সে প্রসঙ্গে অদ্ভুত ভাবে নিশ্চুপ থাকে চীন।
পূর্ব লাদাখের সংঘাত নিয়ে কোনো বিশদ তথ্য দিতে প্রথম থেকেই অস্বীকার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। যত বারই তা জানতে চাওয়া হয়েছে, সবিনয়ে প্রত্যাখ্যান করেন। এমনকী চীনা সেনার হতাহতের বিষয়টিও তিনি এড়িয়ে যান। সাংবাদিকরাও এ নিয়ে প্রশ্ন করলে লিজিয়ান বার বার বলেন, উভয় দেশের সীমান্ত সেনারা এই বিষয়টি নিয়ে স্থলভাগে কাজ করছেন। হতাহতের কোনো তথ্য পরিসংখ্যান আমার কাছে নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.