ফ্রি এয়ারফোন থাকছে না আইফোনে
বিনামূল্যে আর এয়ারফোন দিবে না অ্যাপল। অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন ১২-তে কোন এয়ারফোন বা এয়ারপড না দেয়ার কথা জানান ওয়েডবুশের বিশ্লেষক ডান আইভিস।
সম্প্রতি অ্যাপলের প্রোডাক্ট বিশ্লেষক মিং চি কুয়োও এক বিবৃতিতে জানান, অ্যাপল তাদের ওয়ারলেস এয়ারপডের চাহিদা বৃদ্ধি করতে ফোনের সঙ্গে এয়ারফোন না দেয়ার কৌশল অবলম্বন করেছে। বর্তমানে ওয়ারলেস এয়ারপড আলাদা বিক্রি হলেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি অ্যাপল। তাই এয়ারপডের বিক্রি বাড়াতে এবং চাহিদা বৃদ্ধি করতে স্পেশাল প্রোমোশন চালাবে অ্যাপল।
এছাড়া নাইট টু ফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোন ১২ এর বক্সে কোনো এয়ারফোন থাকবে না। তবে নতুন আইফোনের সঙ্গে এয়ারফোন দেয়া হবে না বলে এর দামে কোনো তারতম্য ঘটবে না। বরং আইফোন ১২-তে যেহেতু ৫জি নেটওয়ার্ক সুবিধা দেয়া হবে, তাই এর দাম তুলনামূলক অন্যান্য আইফোন থেকে বেশি হতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- মোবাইল সেট
- এয়ারফোন
- অ্যাপল