কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২৫৯ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ইতালি পাঠানো হয়েছে

করোনার কারণে আটকেপড়া ২৫৯ জন বাংলাদেশি নাগরিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার) ইতালি পাঠানো হয়েছে। তারা করোনাভাইরাস শুরু হওয়ার আগে বাংলাদেশে এসেছিলেন। ১৭ জুন বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশে রওনা হন বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে নিতে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ। এদিকে কোভিড-১৯ মহামারীকালীন যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে অভ্যন্তরীণ রুটে পরিবর্তিত সময় অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করছে। বর্তমানে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৪টি এবং সিলেট রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। প্রত্যেক রুটেই সবরকমের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য সর্বনি¤œ নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। ১৭ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, যেকোন পরিবহনের তুলনায় সময় বিবেচনায় এয়ারলাইন্স সেক্টরে সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে চট্টগ্রামে সকাল ৭টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা ৩০মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে যশোরে সকাল ৯টা ১৫ মিনিটে, দুপুর ১টা ৪৫ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা ৩০ মিনিট, বেলা ৩টা, ৩টা ৪৫ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ঢাকা থেকে সৈয়দপুর সকাল ৮টা ৩০ মিনিট, ১০টা, দুপুর ১টা ও বিকেল ৫টা ৩০ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন