You have reached your daily news limit

Please log in to continue


ফাঁস হতে চলেছে ট্রাম্পের হাঁড়ির গোপন খবর

হোয়াইট হাউসে নিজের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বইটিতে রয়েছে বিতর্কের মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক গোপন তথ্য। আর তাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে সম্ভাব্য বিপদ এড়াতে সেই বইয়ের প্রকাশ বন্ধে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বোল্টনের লেখা বইয়ের প্রকাশ ঠেকাতে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি, গোপন সরকারি তথ্য ফাঁস করলে আইন লঙ্ঘন করা হবে। তাই বোল্টনের বিরুদ্ধে মামলা করে এমন পরিস্থিতি আগেভাগেই এড়ানোর চেষ্টা চলছে। তবে বোল্টন জানিয়েছেন, ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড: আ হোয়াইট হাউস মেমোয়ার’নামের এই বইটি আগামী মঙ্গলবারই প্রকাশ করতে বদ্ধপরিকর তিনি। প্রায় ১৭ মাস কাজ করার পর গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প তাকে বরখাস্ত করেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মতে, বইয়ের খসড়ার বেশ কিছু অংশে ‘ক্লাসিফাইড’ বা অতি গোপন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য স্থান পেয়েছে। ফলে এই বই প্রকাশিত হলে অপূরণীয় ক্ষতি হবে - আদালতে এমন যুক্তি তুলে ধরা হয়েছে। ট্রাম্প নিজে মনে করিয়ে দিয়েছেন, গোপন সরকারি তথ্য ঘাটাঘাটি করার ক্ষমতা রয়েছে, এমন কোনো প্রাক্তন সরকারি কর্মকর্তা নিজের অভিজ্ঞতা নিয়ে বই লিখতে চাইলে সরকারি ছাড়পত্রের এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি বলেন, বোল্টন সেই চেষ্টাও করেন নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন