করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় দিনরাত খেটে চলেছেন স্বাস্থ্যসেবী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকরাী বাহিনীর সদস্যরা। তাদের এই নিবেদিত কার্যক্রমে সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে ‘স্যালুট’ দিয়েছেন জনপ্রিয় সাবেক বর্তমান ক্রিকেটাররা। বাঁচার লড়াই শীর্ষক এক সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন; বর্তমান তারকা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে থাকা সম্মুখ সৈনিকদের প্রতি নিজেদের সমর্থন জ্ঞাপন করেছেন।
ক্রিকেটারদের পক্ষ থেকে সমর্থন জানানে এক ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘সর্বস্তরের মানুষ এক কঠিন সময়ের মধ্যে আছে। আমাদের স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক ক্রিকেটে অনেক কঠিন অবস্থা পার করেছেন নিজের মেধা ও দক্ষতায়। তিনি জানান, ‘আরও অনেক কঠিন অবস্থার সম্মুখীন হয়ে ফ্রন্ট লাইন ওয়ার্কাররা জাতির সেবায় মাঠে নেমেছেন, তাও এমন এক সময় যখন করোনাভাইরাস সম্পর্কে সবার ধারণা সীমিত। তারা শুধু তাদের প্রিয় মানুষের জন্যই নয়, আমাদের সবার জন্য লড়েছেন। তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে।’ দুর্জয় বলেন, ‘আমাদের যেসব ফ্রন্ট লাইন যোদ্ধা কাজ করছেন, আমরা যেন ক্রিকেট সমর্থকদের মত তাদের পাশে দাঁড়াই, তাদের সমর্থন জানাই।’ একই দাবি সুজনেরও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.