জুনের শেষ সপ্তাহে এসএসসির পুনঃনিরীক্ষার ফল

ঢাকা টাইমস প্রকাশিত: ১৬ জুন ২০২০, ২১:৩৭

এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে দুই লক্ষাধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে। ফল পুনঃনিরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহেই জানা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, 'আমরা সকাল-সন্ধ্যা কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতির মধ্যেও যেহেতু ফল প্রকাশ করতে পেরেছি তাই ফল পুনঃনিরীক্ষার ফলাফল এই মাসের শেষেই জানাতে পারবো।'

চলতি বছরের ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়৷ যারা প্রত্যাশিত ফলাফল পাননি তারা গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে।দুই লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী রয়েছে এই তালিকায়। একজন শিক্ষার্থী একাধিক পুনঃনিরীক্ষার আবেদন করায় এর সংখ্যা বেড়েছে। ফল পুনঃনিরীক্ষার আবেদনে ছিল মোট চার লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা।

শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার তিন লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও