অসুস্থ হয়ে গেলেও যে সাওয়াব পাবে মুমিন
সুস্বাস্থ্য ও সুস্থতা মহান আল্লাহ তাআলার নেয়ামত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্বাস্থ্য ও সুস্থতার মর্যাদা তুলে ধরে বলেন, 'তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা বা গুরুত্ব দাও।'
তারপরও যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়ে যায়। এ অসুস্থতাও ওই ব্যক্তির গোনাহের কাফফারা বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি। এ অসুস্থতার ফলে ওই ব্যক্তির গোনাহ মাফ হয়ে যায়। হাদিসে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হলে আল্লাহ তাকে (গোনাহ থেকে) এমনভাবে পরিচ্ছন্ন করেন, যেমন হাপড় লোহাকে পরিচ্ছন্ন করে।' (আদাবুল মুফরাদ)
অসুস্থ ব্যক্তির সাওয়াব লাভ
অসুস্থ ব্যক্তি সুস্থ থাকাকালীন সময়ে যেসব নেক আমল, ইবাদত-বন্দেগি করতো, অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থথাকাকালীন সময়ের ইবাদত-বন্দেগির সাওয়াব দান করেন। হাদিসে এসেছে-
- হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে সেই অবস্থায় সে তার সুস্থাবস্থায় যেরূপ আমল করতো সেরূপ সাওয়াব তার জন্য লেখা হয়।' (মুসনাদে আহমাদ, মুসনাদে বাযযার, মুসতাদরাকে হাকেম, আদাবুল মুফরাদ)
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- অসুস্থ
- সাওয়াব