কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ষায় কাঠের আসবাবের যত্ন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ জুন ২০২০, ২০:০৫

শুরু হয়েছে বর্ষাকাল। এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে আসবাবপত্রও স্যাঁতসেঁতে হয়ে যায়। বাড়তি যত্ন না নিলে কাঠের আসবাব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।জানলা থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন কাঠের আসবাব।

এতে বৃষ্টির পানির ঝাপটা বা আর্দ্রতা সহজে এসে লাগবে না।বর্ষাকালে কাঠের আসবাব দেয়ালের সঙ্গে একদম লাগিয়ে রাখবেন না। এ সময় দেয়াল ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্যাম্প দেয়ালের সংস্পর্শে এসে কাঠের আসবাব নষ্ট হয়ে যেতে পারে দ্রুত।আসবাব পরিষ্কার রাখুন সবসময়। সপ্তাহে অন্তত দুই দিন কাঠের আসবাব শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

ধুলোময়লা খুব সহজেই বাতাসের আর্দ্রতা টেনে নিয়ে নষ্ট করে আসবাব।কাঠের আলমারি বা অন্য আসবাবের ভেতর ন্যাপথালিনের বল রাখুন। এগুলো বাতাসের আর্দ্রতাকে টেনে নেয় এবং ঘুণ লাগার হাত থেকেও বাঁচায়। ন্যাপথলিন ছাড়াও নিমপাতা, লবঙ্গ রাখতে পারেন। কাঠের আসবাবে ওয়েলকোট বা মোমের প্রলেপ করে দিতে পারেন এতে টেকসই হবে অনেক দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও