হলুদ ব্যবহারেই দূর হবে ব্রণ ও গর্ত
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১৭:৪০
নারী কিংবা পুরুষ সবার জীবনেই ব্রণ সাধারণ এবং বেদনাদায়ক সমস্যা। সব ঋতুতেই ব্রণ দেখা দেয়। তৈলাক্ত ত্বক ব্রণের জন্য সবচেয়ে উপযোগী। ত্বকের ব্রণ সারাতে কতকিছুই না ব্যবহার করেছেন। এবার ভরসা রাখুব ভেষজ উপাদানের উপর।
হাজার হাজার বছর ধরে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে নানা ভেষজ উপাদান। এর মধ্যে হলুদ অন্যতম। এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ। যা ত্বকের প্রায় সব সমস্যা সমাধানে সেরা উপায়। জেনে নিন কীভাবে ব্রণ সারাবে এই ভেষজ উপাদানটি-
হলুদ গুঁড়া এবং দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। সব উপাদান একসঙ্গে মিশিয়ে আপনার মুখ হালকা হাতে ম্যাসাজ করুন। ব্রণের উপরে লাগাবেন না। এর চারপাশে ভালোভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। করে আঙুলের মাথা দিয়ে ধীরে ধীরে মালিশ করুন। এরপর ১০ মিনিট রাখুন এবং ঠান্ডা জলে আপনার মুখ ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- ব্রণের সমস্যা
- ব্রণ
- হলুদের ব্যবহার