চকোলেট পুডিং তৈরির সহজ রেসিপি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১৭:২২
চকোলেট খেতে ভালোবাসেন নিশ্চয়ই? এই চকোলেট দিয়ে তৈরি করা যায় আরও মজাদার সব খাবার। তেমনই একটি পদ হরো চকোলেট পুডিং। এটি তৈরিতে সময় লাগে খুবই কম। চলুন জেনে নেয়া যাক তৈরির রেসিপি-
উপকরণ:
দুধ দুই কাপ
জেলেটিন এক টেবিল চামচ
গুঁড়া চিনি চার টেবিল চামচ
কোকো পাউডার তিন চা চামচ
ভেনিলা এসেন্স আধা চা চামচ
পানি আধা কাপ
ক্রিম চার টেবিল চামচ
চেরি ফল প্রয়োজনমতো।