বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১৭:০৪
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনটি রকেট আছড়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, সোমবার রাতে বাগদাদ বিমানবন্দরের কাছে একাধিক রকেট আঘাত হানলেও এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বাগদাদের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি এলাকায় বেশ কয়েকটি রকেট লাঞ্চার এবং রকেট খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে বিমানবন্দরে কাছে রকেট আছড়ে পড়লেও এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে তিনটি কাতিউসা রকেট আঘাত করেছে। বিমাবন্দরে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রকেট হামলা
- ইরাক যুদ্ধ
- ইরাক