লকডাউনের সুনির্দিষ্ট ম্যাপের জন্য অপেক্ষা করছি : আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসির যেসব এলাকা রেড জোন ঘোষণা করা হবে, সেগুলোর সুনির্দিষ্ট ম্যাপিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদের ম্যাপিং দিলে আমরা কাজ শুরু করব। এরপর এলাকাভিত্তিক লকডাউন করা হবে।’
মঙ্গলবার (১৬ জুন) এক ভিডিও বার্তায় আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য, ভলেন্টিয়ার, কাউন্সিলর, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই মিলে কাজ করে এটি বাস্তবায়ন করতে হবে। লকডাউন সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য, সবাই এতে সহযোগিতা করবে বলে আশা করছি।’
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘ডিএনসিসির ১৭টি এলাকাকে লকডাউন করা হবে। তবে সুনির্দিষ্টভাবে কোন এলাকাকে রেড জোন করে লকডাউন করা হবে সে বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছে, বিষয়টি জানিয়ে দেয়া হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.