জাহাজের নিজস্ব ক্রেনে ঘণ্টায় ৫০ টিইইউ'স হ্যান্ডলিং
বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের নিজস্ব তিনটি গিয়ার (ক্রেন) দিয়ে ঘণ্টায় ৫০ টিইইউ'স হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে।
মাত্র ৮৪ ঘন্টার মধ্যে আমদানি-রফতানি পণ্য বোঝাই ৪ হাজার ৩৮ টিইইউ'স হ্যান্ডলিং হয়েছে বশির আহমদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালনাধীন ১১ নম্বর জেটিতে।
সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে ১ হাজার ২৪৬ বক্সে ২ হাজার ৫৮ টিইইউ'স নিয়ে এমভি মার্কস বিনটুলু নামের কনটেইনার জাহাজ গত ১১ জুন বিকেলে চট্টগ্রাম বন্দরে আসে।
বিকেল চারটা নাগাদ জাহাজটি বন্দরের ১১ নম্বর জেটিতে বার্থিং দেওয়া হয়। জাহাজটির তিনটি গিয়ার ব্যবহার করে আমদানি পণ্য বোঝাই কনটেইনারগুলো খালাস করা হয়। এরপরই জাহাজটিতে সিঙ্গাপুরমুখী রফতানি পণ্য বোঝাই ১ হাজার ৫৬০ বক্সে ১ হাজার ৯৮০ টিইইউ'স কনটেইনার লোড করা হয়।
সোমবার (১৫ জুন) ভোর ৪টার দিকে জাহাজটি বন্দর জেটি ত্যাগ করে। প্রায় ৮৪ ঘন্টা জাহাজটি বন্দরে অবস্থান করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.