শান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানারকম তত্ত্ব উঠে আসছে। কেন তিনি অবসাদে ডুবে গেলেন, তা অনেকেই অনুসন্ধানের চেষ্টা করছেন। কেউ কেউ মুখও খুলছেন তা নিয়ে। এবার সেই তালিকায় যুক্ত হলেন লেখক সুহিত্রা সেনগুপ্ত।
তিনি দাবি করেছেন, কয়েকদিন ধরেই অসংলগ্ন ব্যবহার করছিলেন সুশান্ত সিং রাজপুত। তিনি বলেছিলেন, মহেশ ভাটের অফিসে সুশান্তের সঙ্গে পরিচয় হয়েছিল। সেখান থেকেই সুশান্তের বিষয়ে জানতে পেরেছিলেন তিনি। তিনি বলেছেন, শেষ একবছরে বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। তারপর একটা সময়ের পর সুশান্ত নিজের মনের মধ্যেই গলা শুনতে পেতেন। সুশান্তের মনে হত কেউ তাঁকে মারতে আসছে। একদিন সুশান্তের বাড়িতে অনুরাগ কাশ্যপের ছবি চলছিল। সেটার পর সুশান্ত রিয়াকে ফোন করে বলেছিলেন, ‘আমি অনুরাগের একটি ছবি করতে অস্বীকার করেছি। এবার ও আমাকে মারতে আসছে। তখনই এই কথা শুনে রিয়া নাকি ভয় পেয়ে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন।’
সম্পর্কিত খবর সুশান্তের মৃত্যুর শোক সইতে না পেরে ভাবীর আত্মহত্যা‘আমিও আত্মহত্যাপ্রবণ, আমার মাথাতেও বহুবার আত্মহত্যার চিন্তা এসেছে’হাসপাতালে শেষবার সুশান্তকে দেখতে যান প্রেমিকা রিয়া সুহিত্রা লিখেছেন, ভাট সাহাব বারবার বলেছিলেন, রিয়ার কিছু করার ছিল না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.