![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/06/16/3809a5909ad108c0b154b9d9f2c01306-5ee86ca471654.jpg?jadewits_media_id=1540074)
ছিন্নমূলদের খাবার জোগাচ্ছে 'ফুড ফর গুড'
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১২:৪৭
গত ৭ জুন থেকে মিরপুর এলাকায় ছিন্নমূলদের মধ্যে খাবার বিতরণ শুরু করেছে ফুড ফর গুড।নিজেরা ঘরোয়া পরিবেশে রান্না করেন।জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজেরাই খাবার তুলে দিচ্ছেন অনাহারী মানুষদের হাতে।