![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F16%2Farmy.jpg%3Fitok%3DaJQh7e99)
সেনাবাহিনীর টহল জোরদার করা হচ্ছে রেড জোনে
এনটিভি
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১২:৩০
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত রেড জোনগুলোতে সেনাবাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলি যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার পর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। গতকাল সোমবার পর্যন্ত দেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জন। সোমবারের হিসাব অনুযায়ী নতুন করে আরো ৩৮ জনের মৃ